ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০৬৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর সঙ্গে প্রতিদিন ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১,৮৭০। আর চলতি মাসের প্রথম পাঁচ দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৬-এ।
সারাদেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী আছেন ৭ হাজার ৬৫৮ জন। ঢাকার ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬২ জন। অন্যদিকে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৬ জন।
সরকারি হিসাব অনুযায়ী, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।
সরকারি হিসাবে আজ সোমবার পর্যন্ত ১৮ জন ডেঙ্গু রোগে মারা গেছেন। গতকালও মৃতের সংখ্যা ১৮ বলে উল্লেখ করা হয়েছিল। যদিও শুধুমাত্র রোববারই ডেঙ্গু জ্বরে আক্রান্ত অন্তত পাঁজ জনের মৃত্যুর খবর বিভিন্ন হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
NB:This post is copied from thedailystar.net
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা