মোটরসাইকেল যারা চালান তারা বোঝেন এটা অনেক আরামদায়ক যান। চালিয়ে মজা, পিছনে বসিয়ে নিয়ে যেতেও মজা। কিন্তু মোটরসাইকেল চালকের একটাই টেনশন দিন দিন বেড়ে চলা পেট্রোলের দাম। আর তাদের টেনশন দূর করতে এবার ভারতের বাজারে সর্বপ্রথম ইথানল বেসড মোটরসাইকেল নিয়ে এল টিভিএস। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে টিভিএস এপাচি আরটিআর এফআই ই ১০০। ইথানলের সাহায্যেই চলবে এই মোটরবাইক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ইথানলের সাহায্যে মোটরবাইক চললে পরিবেশ দূষণ একবারেই হবে না। এই মুহূর্তে গাড়িটির দাম ধরা হয়েছে এক লাখ ২০ হাজার রুপি। ভারতের মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকে বিপুল ছাড়েও বিক্রি করা হবে এই মোটরবাইক।
প্রতি ঘণ্টায় ১২৯ কিমি বেগে চলবে এই বাইক। বাইকে রয়েছে ২১পিএস এবং ১৮ দশমিক এক এনএম। প্রথমে এটি পাওয়া যাবে ভারতের বাজারে। পরে সমগ্র উপমহাদেশে পাওয়া যাবে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা