অনলাইন ডেস্ক
ইউরো কাপের জন্য ঘোষিত পর্তুগালের জাতীয় দলে অন্যতম চমক পেদ্রো গনসালভেস। ২২ বছর বয়সি এই ফরোয়ার্ড এর আগে কখনও দেশের হয়ে খেলেননি। ২০০২ সালের পরে আবার স্পোর্টিং লিসবনের পর্তুগিজ লিগে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মূল কারিগর ছিলেন পেদ্রো। একই সঙ্গে গত মার্চে জাতীয় দলে অভিষেক ঘটানো নুনো মেন্দেস ও জোয়াও পালহিনিয়াও দলে আছেন। শুক্রবার ২৬ জনের দল ঘোষণা করে পর্তুগাল কোচ বলেছেন, “আমি মনে করি, পর্তুগাল এ বারও খেতাবের অন্যতম দাবিদার।” ৩৬ বছর বয়সি রোনাল্ডোকে ঘিরেই দ্বিতীয় বার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছেন পর্তুগালের সমর্থকেরা। তাঁদের আশা, ইরানের আলি দাইকে টপকে আসন্ন ইউরো কাপেই সি আর সেভেন নতুন কীর্তি গড়বেন। দেশের জার্সিতে এই মুহূর্তে সব চেয়ে বেশি (১০৯টি) গোল করার নজির রয়েছে আলির। রোনাল্ডোর গোল ১০৩টি।
পর্তুগাল দল:
গোলরক্ষক: অঁতনি লোপেস (লিওঁ), রুই পাত্রিসিও (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই সিলভা (গ্রানাদা)
ডিফেন্ডার: জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), জোসে ফন্তে (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), নুনো মেন্দেস (স্পোর্তিং), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পালিনিয়া (স্পোর্তিং), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মৌতিনিয়ো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রেনাতো সানচেস (লিল), সের্জিও অলিভেইরা (পোর্তো), উইলিয়ামস কারবাইয়ো (রিয়াল বেতিস)
ফরোয়ার্ড: পেদ্রো গনসালভেস (স্পোর্তিং), আন্দ্রে সিলভা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস), দিয়োগো জটা (লিভারপুল), গনসালো গেদেস (ভালেন্সিয়া), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রাফা সিলভা (বেনফিকা)।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা