অনলাইন ডেস্ক
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব করেন।
বাজেটের মঞ্জুরি বরাদ্দের দাবিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ে আগামী অর্থবছরের জন্য পরিচালন খাতে ৩ হাজার ৯২৮ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১২ হাজার ৪৯১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে রেলপথ মন্ত্রণালয় খাতে ১৩ হাজার ৮০৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। আর চলতি অর্থ বছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব ছিল ১৬ হাজার ২৭৭ কোটি টাকা।
আরোও পড়তে পারেন : গাজার এ পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী: হামাস