অনলাইন ডেস্ক
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চৌধুরানী এলাকার সুবিদ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত আসাদ মিয়া উপজেলার কৈকুড়ি ইউপির সুবিদ গ্রামের নুরু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে বের হন আসাদ মিয়া। তিনি পথে সুবিদ রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরটি ছিটকে গিয়ে ছিন্নভিন্ন ও দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আসাদ মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সুবিদ রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চলাচল করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী দ্রুত রেল ক্রসিংটিতে গেটম্যান নিয়োগ ও সুরক্ষার দাবি জানিয়েছেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ওই ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ট্রাক্টরটি রেলগেট পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা