অনলাইন ডেস্ক
করোনার অধিক সংক্রমণের কারণে নারায়ণগঞ্জের ৩ এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ও লকডাউন ঘোষণা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করেন।
দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক জসিমউদ্দিন।
তিনি বলেন, এলাকা ৩টি লকডাউনের আওতায় থাকবে। এখান থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না। এসব এলাকায় কোন গণপরিবহন থামবে না, কাঁচাবাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা বলেন, প্রাথমিক ভাবে অধিক আক্রান্ত অঞ্চল হিসেবে আমরা এ ৩টিকে আজ রেড জোন ঘোষণা করেছি। রেড জোন এলাকায় রোববার থেকেই লকডাউন কার্যক্রম হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আজ আমরা প্রাথমিক ভাবে দ্রুত অধিক আক্রান্ত অঞ্চল হিসেবে ৩টি এলাকাকে রেড জোন ও লকডাউন ঘোষণা করেছি। ধীরে ধীরে পুরো জেলাকেই রেড, ইয়োলো ও গ্রিন জোন ঘোষণা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।