রাজধানীর রূপনগরে ভয়াবহ এক বিস্ফোরণে পাঁচজন শিশু নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
এই ঘটনায় আহত জান্নাতের (২৫) এর জন্য ও পজিটিভ রক্ত প্রয়োজন। কেউ রক্ত দিতে আগ্রহী হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যােগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্বজনরা।
রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে মনিপুর স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
যারা এই ঘটনায় নিহত হয়েছে। তারা সবাই শিশু। এরা হলো রমজান (৮), নুপুর(৭), শাহীন(৯), ফারজানা(৮) এবং অন্য জনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদারঘটনার সত্যতা জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল প্রতিনিধি কাজী আল-আমিন জানান, এ পর্যন্ত মীরপুরের ঘটনায় ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন মেডিকেলের বার্ন ইউনিটে আছে বাকি ১৪ জন মেডিকেলের জরুরি বিভাগে আছেন। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত কোন মরদেহ আসার খবর পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি আছে তারা হলেন – জান্নাত, মোরসালিন, মিম, সিয়াম, মোস্তাকিম, অজুফা, তানিয়া, নেহা, জামিলা, সোহেল, জুয়েল, অনর্ব।