অনলাইন ডেস্ক
মানববন্ধনে অংশ নিয়েছিলেন আড়াইশ থেকে তিনশ মানুষ। তাদের একটাই প্রত্যয়- যেকোনও মূল্যে নিজেদের বাবা-দাদার ভিটা রক্ষা করতে হবে। কোনও পেশিশক্তির ভয়ে নিজেদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফসলি জমি বসুন্ধরা বা অন্য কোনও ভূমিদস্যুদের হাতে তুলে দেয়া যাবে না। প্রয়োজনে তারা আরও বড় আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন।
এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়-গ্রামের লোকজন তথা জমির মালিকরা একতাবদ্ধ হয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন। তাদের একটাই কথা- প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু জমি দিব না। বাপ-দাদার ভিটামাটি রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) কৃষি জমি রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে কৃষক ও স্থানীয় এলাকাবাসী ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার,মঈন উদ্দিন আহমেদ মানিক, মো. আ. মালেক, ফরিদ আহমেদ খোকন, মো. সাখাওয়াত হোসেন, মো. আ. কাদের, মো. আ. রশিদ, মো. রিয়াজ উদ্দিন, মো. আ. বাতেন, মো. ফারুক মিয়া ও মো. শাহ আলমসহ অন্যান্য এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কায়েতপাড়া ইউনিয়ন একটি কৃষি প্রধান এলাকা ও বালু নদী দ্বারা পরিবেষ্ঠিত। এই এলাকায় ৯০ শতাংশ অধবাসী কৃষি নির্ভরশীল। এই ইউনিয়নে মোট কৃষি জমির পরিমাণ কমবেশী ৩ হাজার ৭শ’ বিঘা। মোট ১৬৬৫ জন কৃষকের বসবাস। এলাকাটি দুইটি নদীর বালু দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এবং পলি মাটির কারণে উর্বর হওয়াতে জমিগুলিতে বছরের তিন বারই ফসল উৎপাদন করা হয়। এছাড়াও নদী সংযুক্ত খাল, জলাশয়, বিল থেকে প্রাপ্ত মাছ এলাকাবাসী নিয়মিত আহরণসহ পানি কৃষি কাজে ব্যবহৃত করে।
বিগত কিছুদিন ধরে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও, মাঝিনা, কায়েতপাড়া, উলাব মৌজায় আবাসন প্রকল্প বা অন্যকোন প্রকল্প করার জন্য ড্রেজার পাইপের মাধ্যমে বালু দ্বারা ভরাট করে তিন ফসলি জমিসহ প্রাকৃতিক জলাভূমি, বিল ও খাল ভরাট করে ফেলছে। ভূমিদস্যুদের অবৈধ কাজে বাধা দিলে পুলিশ দিয়ে গ্রামবাসীদের হয়রানি করে। তাদের এই হয়রানি বন্ধে এবং কৃষকদের জমি উদ্ধার ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আপনাদের সহায়তা কামনা করছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা