অনলাইন ডেস্ক
নিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন। উভয় ম্যাচেই তিনটি করে উইকেট শিকার করেছিলেন তিনি। আজও দুই উইকেট পেয়েছেন এই লেগি স্পিনার। তবে এদিন বেশ খরুচে ছিলেন তিনি।
নিজের প্রথম ওভারেই ছক্কা হজম করেন রিশাদ। পরের ওভারেও বাউন্ডারি খেয়েছেন। দুই ওভারে ২২ রান খরচ করেও কোনো উইকেট পাননি। তবে নিজের তৃতীয় ওভারে এসে উইকেট পেয়েছেন। এরপর তার পরের ওভারেও উইকেট পেয়েছেন তিনি।
সবমিলিয়ে নিজের ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রিশাদ। এদিন রিশাদের মতোই খরুচে ছিলেন তার সতীর্থরাও। তাতে নির্ধারিত ২০ ওভারে ২২৮ রান করেছে মুলতান সুলতান।
মুলতানের দুই ওপেনার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। মোহাম্মদ রিজওয়ান করেছেন ৩২ রান। এ ছাড়া ৪৪ বলে ৮৭ রান করেছেন ইয়াসির খান। তিনে নেমে উসমান খান করেছেন ৩৯ রান। আর শেষ দিকে ঝড় তোলেন ইফতিখার আহমেদ। ১৮ বলে করেন অপরাজিত ৪০ রান।
মুলতানের হয়ে সবচেয়ে সফল বোলার রিশাদই। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।