অনলাইন ডেস্ক
ক্লাব প্রীতি ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোর’ ম্যাচ জিতেছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের আর্লিংটনে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। বার্সেলোনার পক্ষে ১টি করে গোল করেছেন ওসমানে ডেমব্লে, ফার্মিন লোপেজ ও ফেরান টরেস। আগামী মঙ্গলবার এসি মিলানের বিপক্ষের ম্যাচ দিয়ে ক্লাব প্রীতি ফুটবলের যুক্তরাষ্ট্রের সফর শেষ করবে বার্সেলোনা।
সব শেষ স্প্যানিশ কোপা দেল রে ফুটবলের গত মৌসুমের সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয় বার্সেলোনার। এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেই প্রতিশোধই নিলো বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের আর্লিংটনে ক্লাব প্রীতি ফুটবলের মধ্য দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ।
খেলার শুরু থেকেই বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে পড়ে রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটে ওসমানে ডেমব্লের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ফার্মিন লোপেজ ও ফেরান টরেস বার্সেলোনার পক্ষে ১টি করে গোল করলে ব্যবধান বাড়ে দলটির।
এদিকে, অনেক চেষ্টার পরেও খেলার পুরো সময়ে বার্সার জালে বল জড়াতে ব্যর্থ থাকে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি দলের ব্রাজিরিয়ান তারকা স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। ফলে, বার্সেলোনার কাছে ৩-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা