রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন কূটনীতিক কামরুল আহসান। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) হিসেবে নিযুক্ত আছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পেশাদার কূটনীতিক কামরুল আহসান ১৯৮৫ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। পেশাজীবনে কামরুল আহসান বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি এবং দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি কানাডা এবং সিঙ্গাপুরে হাই কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালে তাকে সচিব হিসেবে পদোন্নতি পান।
কামরুল আহসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজেও পড়াশোনা করেছে
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা