অনলাইন ডেস্ক
রামগতি উপজেলার চর কোলাকোপা গ্রামের বাসিন্দা কামাল পাশা। দলীয় পদপদবী না থাকলেও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় সাম্প্রতিক বছরগুলোতে শালিশ বাণিজ্য করে গ্রামের মোড়ল বনে যান ভূমিদস্যু এই ব্যক্তি। বছরের পর বছর রামগতি উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের আজাদ নগর এলাকায় চলছে তার একক আধিপত্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন স্থানীয় প্রভাবশালীদের সাথে আতাত করে তার দখল বাণিজ্য অব্যাহত রেখেছেন।
স্থানীয়রা জানান, অন্যের বিরোধকৃত জমি বাকীতে নদীভাঙা মানুষের কাছে বিক্রির নামে কৌশলে জবর দখল নেন। পরে এই অসহায়দের জিম্মি করেই বাহিনী তৈরি করে এলাকায় চালান ত্রাসের রাজত্ব। ভুক্তভোগীদের অভিযোগ, আজাদ নগরের শতাধিক বাসিন্দা কামাল পাশা ও তার বাহিনীর কাছে জিম্মি। তাদের থেকে জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে, আব্দুল মান্নান নামে এক ভুক্তভোগীর অভিযোগ, গত ১৫ বছর ধরে ভূমিদস্যু কামাল পাশা ও তার বাহিনীর ভয়ে পৈত্রিক জমিতে যেতে পারছেন না তিনি। সম্পত্তি উদ্ধার ও সুবিচার পেতে রামগতি উপজেলার সেনা ক্যাম্পে কামাল পাশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন তিনি। সম্প্রতি বিরোধকৃত জমি পরিমাপ করতে গেলে কামাল পাশা ও তার বাহিনীর লোকজনের হামলায় শিকার হয়ে আহত হন ভুক্তভোগী আবদুল মান্নানসহ ৮ জন।
তবে অভিযুক্ত কামাল পাশার দাবি, এসব অভিযোগ সত্যি নয়। একটি পক্ষ তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা