অনলাইন ডেস্ক
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল শাখা ছাত্রলীগের সমন্বিত ‘হল সম্মেলন’ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ হল সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতিটি হলে ক্লিন ইমেজধারীরাই নেতৃত্বে আসবেন। সম্মেলনটি কোথায় হবে এবং অতিথি কারা উপস্থিত থাকবেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রাবি শাখা ছাত্রলীগে সর্বশেষ ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা