রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে স্কুটিতে বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার সময় এই দুর্ঘটনা ঘটে।
তবে নিশ্চিতভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।
এছাড়া দুর্ঘটনার শিকার স্কুটির পেছনে ‘প্রেস’ লেখা দেখা গেছে। নিহত দুই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন।
দুর্ঘটনা সম্পর্কে তিনি জানান, ‘মধ্যরাতে সেতু ভবনের সামনে একটি অজ্ঞাত পরিচয় বাস দুই নারীকে বহনকারী স্কুটিতে ধাক্কা মারে। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
অন্যদিকে, রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আশীক ওরফে ঐশিক (২৪) ও আকাশ আহমেদ (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত একটায় ডেমরা কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে দুই আরোহী আকাশ ও আশীক আহত হয়।
পথচারীরা কামাল হোসেনসহ কয়েকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আশীককে আশঙ্কাজন অবস্থায় ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আশীকও মারা যান।
নিহতদের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা