অনলাইন ডেস্ক
রাজধানীর ব্যস্ততম এলাকা মালিবাগে বজ্রপাতে দুই জন মারা গেছেন।শনিবার দুপুরের এই ঘটনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম সাবিনা ওরফে পাখি।
অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক গোলাম কুদ্দুস।
তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের কর্মকর্তারা গেছেন। তারা এলে বিস্তারিত জানা যাবে।জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে মালিবাগ চৌধুরীপাড়া সোনা মিয়ার গলিতে সাবিনা ওরফে পাখি ও এক ব্যক্তি বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন।
এদের মধ্যে সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
আর নাম না জানা ওই ব্যক্তিকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।মৃত সাবিনা ওরফে পাখি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর মানিকপুর গ্রামের মহাসিনের মেয়ে। তারা রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সোনা মিয়ার গলিতে মাজেদার বাড়িতে ভাড়া থাকত।fblsk
আরোও পড়তে পারেন : অহনার সেই প্রাক্তন কে? জানালেন শামীম