অনলাইন ডেস্ক
নিহত তিনজন হলেন ইনামুল ইসলাম, হনুফা আক্তার ও মো. অনিক। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী হনুফা ও এনামুলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অনিক নামের একজনের মৃত্যু হয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ‘আমরা খবর পেয়ে উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে দেখতে পাই মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে অনিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
তিনি আরও জানান, অনিকের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানায়। তিনি পুরান ঢাকার রায়ের বাজার এলাকায় থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা