অনলাইন ডেস্ক
সকালে মাঠে নেমে শুরুতেই পাকিস্তানের এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক বাংলাদেশের গতিদানব তাসকিন আহমেদের বল মিস করলে সেটি স্ট্যাম্প ভেঙে দেয়।
এরপর দেখে শুনে খেলতে থাকেন মাঠে থাকা অধিনায়ক শান মাসুদ এবং সিয়াম আইয়ুব। উইকেটে থিতু হয়ে রানের গতি বাড়ান। শুরুর ধাক্কা সামলে দ্রুতই দলীয় ১০০ তুলে নেয় পাকিস্তান।
দ্বিতীয় সেশনের শুরুতে দিকে অধিনায়ক সান মাসুদকে তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তখন পাকিস্তানের দলীয় রান ১০৭।
এরপর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ওপেনার সিয়াম আইযুব। স্কোর বোর্ডে আর সাত রান যোগ করেই মিরাজের ঘূর্ণির ফাদে পড়ে আউট হয়ে যান তিনি।
এরআগে গতকাল বৃষ্টি হওয়ায় ম্যাচের প্রথম দিন পরিত্যাক্ত হয়। আজ বৃষ্টি না থাকায় অবশেষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট আলোর মুখ দেখেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম টেস্টের মতো এ টেস্টেও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশে। সফরকারীদের একাদশে পরিবর্তন এসেছে একটি। শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ।
টেস্টের একদিন আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছিল স্বাগতিকরা। সেখানে জায়গা হয়নি পেসার শাহিন শাহ আফ্রিদির। আরেক পেসার নাসিম শাহও জায়গা হারিয়েছেন একাদশ থেকে। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি পেসার মীর হামজা।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, মীর হামজা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা