চেক প্রজাতন্ত্রের রক গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক ইভান ক্রাল মারা গেছেন। প্যাট্টি স্মিথ, ইগি পপ ও ডেভিড বোয়ি’র সঙ্গে গীটার বাজাতেন ক্রাল।
তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রাগ উৎসবের আয়োজকগণ সোমবার এ কথা জানান।
তারা বলেন, ‘আমরা অত্যন্ত দু:খিত, তবে নিশ্চিত যে, ইভান ক্রাল চলে গেছেন। ’ক্রালের স্ত্রী সিন্ডি হাডসন টুইটারে জানান, ক্রাল মিশিগানে তার বাড়িতে ক্যান্সারে মারা গেছেন।
ক্রাল ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন। ১৯৬৬ সালে কমিউনিস্টরা সাবেক চেকোশ্লোভাকিয়ায় ক্ষমতা দখলের পর ক্রাল পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান । তিনি তখন ইতোমধ্যেই তার দেশে একজন খ্যাতনামা সুরকার হয়ে উঠেছিলেন।
তিনি ১৯৭৪ সালে ব্লন্ডি’র সঙ্গে গীটার বাজান। এর এক বছর পর তিনি প্যাট্টি স্মিথ দলে যোগ দেন।
ক্রাল ‘ডান্সিং বেয়ারফুটসহ’ প্যাট্টি স্মিথের বেশ কটি গান রচনা করেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বেরি লেভিনসনের ‘ডিনারসহ’ বেশ কটি চলচ্চিত্রেরও গান রচনা করেন তিনি।
১৯৮৯ সালে সাবেক চেকোশ্লোভিয়ায় কমনিস্ট শাসনের পতনের পর তিনি নিজ দেশে ফিরে আসেন।এএফপি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা