অনলাইন ডেস্ক
কলেজের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।
গত রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে জানা গেছে, এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে কলেজটি।
অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতার বলেন, “এখন পর্যন্ত ৬৯ জনের মেডিকেলে সুযোগ পাওয়ার খবর নিশ্চিত হয়েছি। আশা করছি, এই সংখ্যা আরও বাড়বে। গত বছর ৬৩ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিল।”
কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর রংপুর সরকারি কলেজ থেকে ১,২৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে পাসের হার ৯৮ শতাংশ।
বিজ্ঞান বিভাগ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রংপুর সরকারি কলেজ বাংলাদেশের রংপুর শহরের একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শহরের রাধাবল্লভ এলাকায় অবস্থিত। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, কলেজটিতে মোট ১১,৩৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতার বলেন, “কলেজের পরিবেশ, শিক্ষকদের সুশৃঙ্খল পাঠদান এবং কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতিবছর অসাধারণ ফলাফল করছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ধারাবাহিকভাবে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছি।”
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী দেশের স্বনামধন্য মেডিকেল, প্রকৌশল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এবং রংপুর সরকারি কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা