সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ নিয়ে রংপুর পৌঁছেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে রংপুর সেনানিবাসে পৌঁছায় মরদেহবাহী হেলিকপ্টার।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ নিয়ে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন নেতৃবৃন্দ।
মরদেহবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে পৌঁছানোর পর শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে তা রংপুর কেন্দ্রীয় ইদগাহ মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ জোহর রংপুর জেলা স্কুল মাঠে এরশাদের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারযোগে বিকেলে ঢাকায় আনা হবে মরদেহ। এরপর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এর আগে গতকাল সোমবার বাদ আসর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। তারও আগে সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা।
১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত-সমালোচিত সাবেক এই সেনাপ্রধান। ২৬ জুন রক্তের ক্যান্সার মাইডোলিস প্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত এরশাদ সিএমএইচে ভর্তি হন।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা