অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা মুজিবনগর কিংবা ৬ দফার মতো দিবস পালন করেন না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না, তারা ছদ্মবেশী বর্ণচোরা।
রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। সহ-নেতারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। এটা ইতিহাসের মীমাংসিত বিষয়। এতোদিন পর এ নিয়ে বিতর্ক সমীচীন নয়।
তিনি বলেন, মুজিবনগর দিবসে আমাদের শপথ হলো, অসাম্প্রদায়িক চেতনাকে আরো শক্তিশালী করে বঙ্গবন্ধুক্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরো সুসংহত করবো’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ অন্যান্যরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।