মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনের গৌরবময় স্মৃতিবিজড়িত মহান ২১ ফেব্রুয়ারি ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাগত। যাঁদের আত্মদানে এই দিবসটি রঞ্জিত হয়েছে, ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করছে।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এদেশের ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীসমাজও সক্রিয় ভূমিকা পালন করেছে। ভাষাসংগ্রামের রক্তস্রোত ধারায় এদেশের মানুষের চেতনায় যে বাঙালি জাতীয়তাবাদ, মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্ম নিরপেক্ষতা বিকশিত হয় তার পরিপূর্ণ প্রকাশ ঘটে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীকারের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃতির মাধ্যমে আমাদের জাতীয় স্বাধীকারের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। এই চেতনাকে ধারণ করা ও রক্ষা করা, নারী-পুরুষ তথা সকল বাঙালির কর্তব্য।
বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বান, মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করে নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ,’৭২ এর সংবিধানে বিশ্বাসী, সচেতন, প্রগতিশীল, গণতান্ত্রিক মানবিক, নারী-পুরুষের সমতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাংলাদেশ গড়ে তুলি।
বর্তমানে শিক্ষা ব্যবস্থার নানা সঙ্কট, দুর্নীতি, শিক্ষা কার্যক্রমে সাম্প্রদায়িকতা, জেন্ডার বৈষম্য, মুক্তিযুদ্ধ ও বাঙালির হাজার বছরের ঐতিহ্য বিনষ্ট সহ সুকৌশলে মৌলবাদী অপশক্তির প্রতিফলন, পাঠ্যসূচিতে ভুল-ভ্রান্তি, অনিয়ম শিক্ষা কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করছে যা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বাধাগ্রস্থ হচ্ছে ।
বাংলাদেশ মহিলা পরিষদ সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিতকরণের জন্য একমুখী বিজ্ঞানভিত্তিক, কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও মানবাধিকারের মূল্যবোধ সম্পন্ন শিক্ষানীতি ও পাঠসূচি প্রণয়ন এবং এদেশের অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষা প্রতিষ্ঠা ও বিকাশের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য সকল দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা