নিখোঁজের দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নয়ন চন্দ্র নাথ ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিবাজার বাইপাস সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে মুন্সিবাজার বাইপাস সড়কের পাশে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
আরোও পড়তে পারেন : ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা