ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। বড়দের মতো ব্রাজিল কিশোররাও বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্ব জারি রাখছে। রোববার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সর্বোচ্চ চতুর্থবারের মতো শিরোপা জিতল তারা।
মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চতুর্থ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের কিশোররা। অন্যদিকে গেল আট বছরে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হল না মেক্সিকোর কিশোরদের।
রোববার ঘরের মাঠ ফাইনালি লড়াইয়ে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে দুদলের খেলা। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে আক্রমণ-প্রতিআক্রমণ হলেও প্রথমার্ধে গোলমুখও খুলতে পারেনি কোনো দল।
কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। এ অর্ধের শুরুতে দারুণ ছন্দময় ফুটবল উপহার দেয় মেক্সিকোর কিশোররা। ফলে সাফল্যও পেয়ে যায় তারা। ৬৬ মিনিটে দারুণ গোলে দলকে লিড এনে দেয় ব্রায়ান গনঞ্জালেস।
পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ব্রাজিলের কিশোররা। তবে সহসা গোল আসছিল না। কিন্তু একপর্যায়ে সেই তোড় সামলাতে পারেনি মেক্সিকোর টিনএজাররা। ৮৪ মিনিটে নিজেদের ডি-বক্সে ব্রাজিলিয়ান এক ফরোয়ার্ডকে ফাউল করে তারা। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সফল স্পট কিক থেকে নিশানাভেদ করে ব্রাজিলকে সমতায় ফেরায় কায়ো। এতে ম্যাচে ফেরার রসদ পেয়ে যায় সেলেকাওদের ছোটরা। নাটকীয়ভাবে ইনজুরি টাইমে জয়সূচক গোল করে দেশকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখে লাজারো।
বয়সভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে এটি ব্রাজিলের চতুর্থ শিরোপা। আর আট বছরে তৃতীয়বার ফাইনালে উঠেও রিক্তহস্তে ফিরতে হলো মেক্সিকোকে। এর আগে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ফ্রান্স।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা