মুশফিকুর রহিমের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকবাজের কমেন্ট্রি বক্সে থাকা শেবাগ বলেন, মুশফিক ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে কেড়ে নিয়েছেন ভারতের জয়। এমনকি তার মনে হচ্ছিল, বাংলাদেশের হয়ে ধোনিই বুঝি ব্যাট করছেন, মুশফিক নয়।
তিনি আরো বলেন, ‘মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।’
ধোনির ঠাণ্ডা মাথার ব্যাটিং কত দলকে যে জয়বঞ্চিত রেখেছে তা কারও অজানা নয়। ভারতের সাবেক অধিনায়ক, যিনি ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও বটে- সেই ধোনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। তবে দলে নিয়মিত নেই, কারণ পড়তি ফর্ম। অবশ্য একটা সময় ধোনির পারফরম্যান্স ছিল বিশ্বসেরাদের কাতারে।
উল্লেখ্য, গত রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই ৪৩ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। তাঁকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা