মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানা অফিসার ইনচার্জ(ওসি)আলমগীর জানান হোসেন, করোনার কারণে পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের শ্রমিকরা লৌহজংয়ের মেদিনী মন্ডল ইউনিয়নের সিতারামপুর এলাকার প্রকল্পের ভেতরে থেকেই বাংলা ম্যাচে কাজ করে যাচ্ছিল। করোনা কারণে গত ১১ এপ্রিল থেকে শ্রমিকদের অতিরিক্ত ১৫০ টাকা সহ ৩০০ টাকা করে দেবার কথা ছিল। কিন্তু গতকাল ৬মে(বুধবার) ঠিকাদার কর্তৃক দেয়া নোটিশে অতিরিক্ত ১৫০ টাকা দেয়া হবেনা বলে শ্রমিকদের জানানো হয়। এনিয়ে শ্রমিকদের অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। শ্রমিকরা বাংলা ম্যাচের সামনে হট্টগোল ও জটলা পাকালে। এ সময় প্রকল্পের মেরিন সিকিউরিটি গার্ডরা এগিয়ে গেলে শ্রমিকরা গার্ডদের উপর চড়াও হয়। গার্ড প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে । এতে শ্রমিকারা আরও উত্তেজিত হয়ে উঠলে সিকিউরিটি গার্ডরা শ্রমিকদের পা লক্ষ্য করে শর্ট গানের আরও অন্তত চার রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ৭ শ্রমিক গুলিবিদ্ধ হয়।
শ্রমিকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এছাড়াও শ্রমিকদের ইটপাটকেলে এক গার্ড আহত হয়। গুরুতর না হওয়ায় রাতেই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে আসে আহত শ্রমিকরা।
তিনি আরো জানান, এঘটনায় রাতেই পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রকল্প পরিচালক (পিডি) আজ(বৃহস্পতিবার)ঘটনাস্থলে আসবেন এবং এসে অতিরিক্ত ১৫০ টাকা শ্রমিকদের দেয়া হবেকিনা এসকলকিছু সমাধান করবেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। কেউ গ্রেফতার নেই। লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অাইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা