অনলাইন ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের বেঙ্গল প্লাটুন কমান্ডার, এলডিপি (অলি) প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজিউন)।
সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলডিপিনেতা সালাউদ্দিন রাজ্জাক এ তথ্য জানান।
বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক বেঙ্গলের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৮৮সালের নির্বাচনে সাবেক চাঁদপুর-৬ (বর্তমানে চাঁদপুর-৪) এবং ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির মনোনয়ন মনোনয়ন পান। তিনি জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ১৯৯১ সালের নির্বাচনে। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।