অনলাইন ডেস্ক
মিন অং হ্লাইং বলেন, মিয়ানমারে বিভিন্ন গোষ্ঠীর উসকানিতে সহিংসতা বেড়ে গেছে। যারা সামরিক সরকারের বিরুদ্ধে তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত। সবাই শুধু সমস্যা সমাধান করার কথা বলছে, কিন্তু সহিংসতার দিকে কেউ নজর দিচ্ছে না। আসিয়ানের উচিত এ বিষয়গুলো নিয়ে কাজ করা।
আগামী ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। একে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা সামরিক নেতাদের প্রতি এক নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ফলে দেশটিতে গণতন্ত্রের দিকে ক্রমান্বয়ে উত্তরণের পথের অবসান ঘটে। তারপরেই দেশটিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
কিন্তু বিক্ষোভ-প্রতিবাদ দমন করতে অভ্যুত্থানের পর থেকেই অভিযান চালিয়ে আসছে জান্তা সরকার। তাদের গুলিতে দেশটিতে এখন পর্যন্ত শিশুসহ এক হাজার ১৭৮ জন মানুষ মারা গেছে। আরও কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা