অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ামারের সামারিক বাহিনীর একটি বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে চীন। শান রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর নামখামে সীমান্তের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় সতর্ক করার জন্য বিমানটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বেইজিং।
মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার সকালে বোমারু ওই বিমানটি বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি নিয়ন্ত্রিত নামখাম শহরের কাছে পৌঁছে। নামখাম শহরে টিএনএলএর ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরুর আগে প্রায় আধাঘণ্টা অবস্থান করছিল বিমানটি। ওই সময়ের মধ্যেই চীন বিমানটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে।
এক বাসিন্দা এ বিষয়ে বলেন, যখন বোমারু বিমানটি নামখামে ইউটার্ন নিতে চীনের দিকে রওনা হয়েছিল, তখন চীন নিজেদের আকাশসীমায় প্রবেশ আটকাতে গুলি ছোড়ে। কিন্তু বিমানটি প্রায় ৫ মিনিট পরে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য আবার আগের স্থানে ফিরে এলে চীন ফের গুলি চালায়।
টিএনএলএর এক মুখপাত্র বলেছেন, আমি শুনেছি জান্তা বিমানগুলো মিউজ সীমান্তের বাণিজ্য অঞ্চলের চারপাশে টহল দিচ্ছে এবং চীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সতর্কীকরণ গুলি চালিয়েছে। তবে এই হামলা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।