শাওমির মি মিক্স আলফাতে যে ডিসপ্লে দেখা গেছে তা তৈরি করেছে চীনেরই একটি প্রতিষ্ঠান।
স্যামসাং, এলজি বা বিওই এর মতো কোনো ওএলইডি ডিসপ্লের নির্মাতাদের বাদ দিয়ে তারা ভরসা করেছে ভিশনোক্সের উপর।
ভিশনোক্সের কল্যাণেই ৭ দশমিক ৯২ ইঞ্চির ডিসপ্লে দিয়ে প্রায় পুরো ফোনের বডি মুড়াতে পেরেছে শাওমি। ফোনটির ১৮০ শতাংশজুড়েই রয়েছে ডিসপ্লে। ফোনটির একদম উপরে ও নিচে রয়েছে ২ দশমিক ১৫ মিলিমিটারের সরু বেজেল।
জানা গেছে, শাওমির ডুয়েল ফোল্ডিং ফোনের জন্যও ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে সরবরাহ করবে ভিশনোক্স। এছাড়া, হুয়াওয়ের সঙ্গেও শীঘ্রই কাজ শুরু করবে তারা। এর আগে স্মার্টওয়াচ নুবিয়া আলফার জন্যেও ফ্লেক্সিবল ডিসপ্লে তৈরি করেছিলো ভিশনোক্স।
মি মিক্স আলফা ফোনটির দুই পাশে ডিসপ্লে থাকায় এর স্থায়িত্ব নিয়ে অনেক শাওমি ভক্তই শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে শাওমির ডিরেক্টর অব মার্কেটিং জানিয়েছেন, মি মিক্স আলফার জন্য আসবে বিশেষ ফোন কেইস।
কেইসটির ডিজাইন কেমন হবে বা দাম কতো হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।
মি মিক্স আলফাকে শাওমি বলছে ‘কনসেপ্ট স্মার্টফোন’। এখনই এর ‘মাস প্রোডাকশন’ শুরু হবে না। সীমিত আকারে ফোনটির বিক্রি শুরু হবে ডিসেম্বরে। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৮শ’ ডলার (২ লাখ ৩৫ হাজার টাকা)।
টেক শহর
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা