মারা গেছেন অভিনেতা স্বরূপ দত্ত। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। গত শনিবার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তিনদিন ভেন্টিলেশনে ছিলেন। আজ বুধবার (১৭ জুলাই) ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়। অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, শনিবার বালিগঞ্জের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান এবং জ্ঞান হারান। সেদিনই তড়িঘড়ি তাকে মল্লিকবাজারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে ভেন্টিলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। তারপর আর তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
স্বরূপ দত্তর পরিবার সূত্রের খবর, অভিনেতার মরদেহ হাসপাতাল থেকে তার বালিগঞ্জ প্লেসের বাড়িতে আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই হবে তার শেষকৃত্য।
স্বরূপ দত্তর সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নাম ছিলেন। তিনি ‘অচেনা অতিথি’, ‘আপনজন’, ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’, ‘হারমোনিয়াম’সহ অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা