অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেওয়া উচিত।
দুইবারের প্রধানমন্ত্রীকে নিয়ে সরকারের এমন চালাচালি মোটেও উচিত হচ্ছে না।রোববার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণ-কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, উনার দেশে চিকিৎসা হচ্ছে না। লাংয়ে পানি আশাটা খুবই খারাপ লক্ষণ।
যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এটি দেশের জন্য আর জাতির জন্য একটি বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো করে দিতে পারতো সরকার।
এটা তো আধাঘণ্টার কাজ।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।fblsk
আরোও পড়তে পারেন : যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা