চাঁদপুরের মতলব এলাকার একটি মাদ্রাসার ছাদ ধসে ৪৪ শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার ফরাজিকান্দি কমপ্লেক্সের আল-আমিন এতিমখানার পরিত্যক্ত ভবনের ছাদ ধসে শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ জন। গুরুতর আহত একজন শিশু শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদ উল্যাহ বলেন, বিজয় দিবসের প্রস্তুতির জন্য ছাত্রদের ছুটি দেওয়া হয়নি। কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য ডেকে আনা হয় ঘটনাস্থলে। তারা একত্রিত হলেই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আহতদের সবার সঙ্গে কথা হয়েছে। তারা এখন ভালো আছে। আহত শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছি।
জানা গেছে, চাঁদপুর জেলা সদর হাসপাতালে মাদ্রাসার ১০ জন চিকিৎসা নিচ্ছে। সিয়াম (১০) এর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসক।