অনলাইন ডেস্ক
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে মাদারীপুর জেলার বিভিন্ন পোস্ট অফিস। আশির দশকে নির্মাণ করা ঘরগুলোর বেশিরভাগেরই নেই দরজা-জানালা। টিনের চালা ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ে। কোথাও খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। তবু ঝুঁকি নিয়ে এসব ঘরে পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
মাদারীপুর জেলার বিভিন্ন পোস্ট অফিসের ভগ্নদশা দীর্ঘদিনের। অফিসের পুরনো এই ভবন গুলোর দেয়াল ডেমেজ হয়ে পলেস্তারা খসে গড়িয়ে পড়ছে। টিন শেড ঘরগুলোর আরও বেহাল অবস্থা। ঘরে নেই দরজা জানালা। একটু ঝড় বৃষ্টিতে চালের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢোকে। এতে নষ্ট হচ্ছে সরকারি মূল্যবান নথিপত্র।
জরাজীর্ণ ঘরগুলোতে ঝুঁকি নিয়েই প্রতিদিন অফিস করছে কর্মকর্তা ও কর্মচারীরা।
এরইমধ্যে ভবন সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রসাশক মারফুর রশিদ খান । দ্রুত পোস্ট অফিস ভবনগুলো সংস্কারের দাবি সেবা নিতে আসা গ্রাহক ও পোস্ট অফিস কর্মীদের।
আরোও পড়তে পারেন : শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা