আবারো ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী ভারতের শচিন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার ব্রেট লী’র মত সাবেক তারকারা।
বিশ্ব জুড়ে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২০’ টুর্নামেন্টে মাঠে নামছেন এক ঝাঁক সাবেক ক্রিকেটার।
‘লিজেন্ডদের’ নিয়ে গড়া ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস ও শ্রীলংকা লিজেন্ডস নামের পাঁচটি দলের অংশ গ্রহনে আগামী ৭ মার্চ মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।
১১ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে। প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
ইন্ডিয়ান লিজেন্ডস দলের নেতৃত্ব দেবেন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস দলের নেতৃত্ব দেবেন জন্টি রোডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস’র অধিনায়ক ব্রেট লী, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস’র অধিনায়কত্ব করাবেন লারা এবং শ্রীলংকা লিজেন্ডস দলের নেতৃত্ব দেবেন তিলকরত্নে দিলশান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা