সিনিয়র স্টাফ রিপোর্টার : নারী আন্দোলনের নেত্রী ও সংগঠক, প্রাক্তন ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড রাখী দাশ পুরকায়স্থ সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভারতের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।
তিনি বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের তৃণমূলে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণীভূমিকা পালন করেন। বাংলাদেশ মহিলা পরিষদ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এই সংগ্রামী সংগঠক ও নারীনেত্রীর কর্মমূখর জীবনের প্রতি। তিনি বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আজীবন সক্রিয় ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক এবং দু:খ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পরিবার এই সংগ্রামী নারীনেত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর জীবনসঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যসহ তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদের গভীর সমবেদনা প্রকাশ করছে।
মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার (মিডিয়া) কেয়া রায় জানান, তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ কখন কোথায় শ্রদ্ধা জানানো হবে সেটি পারিবারিকভাবে আলোচনা শেষে জানানো হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা