সিনিয়র স্টাফ রিপোর্টার
চীনের সব প্রদেশে একই সময় ২০১৯-এনকরোনা সংক্রমিত হয় নি। সংশ্লিষ্ট চীন ফেরত যাত্রী যদি উহান সহ চীনের অন্য কোন সংক্রমিত এলাকা থেকে মহামারীর ১৪ দিন আগেই এসে থাকেন, তাহলে অযথা উদ্বিগ্ন হবার কারণ নেই।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, চীন থেকে সম্প্রতি বেশ কিছু বাংলাদেশের নাগরিক দেশে ফিরে ২০১৯- হঈড়ঠ সংক্রমণের আশংকায় উদ্বিগ্ন। তারা রোগ সনাক্তকরণ ও চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাচ্ছেন। চীনের উহান সহ সংক্রমিত এলাকা থেকে যদি কেউ এসে থাকেন এবং ইতিমধ্যে ১৪ দিন অতিক্রম করে থাকেন, তাহলেও তার উদ্বিগ্ন হবার কারণ নেই।
চীনের উহান সহ সংক্রমিত এলাকা থেকে যদি কেউ এসে কেন, বাংলাদেশে অবস্থান ১৪ দিন অতিক্রম করেননি, ২০১৯- হঈড়ঠ রোগের কোন লক্ষণ দেখা যায় নি, তারা মোট ১৪ দিন ধরে স্বেচ্ছা কোয়ারান্টাইনে থাকবেন।কারো রোগের লক্ষণ দেখা গিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে আইইডিসিআর হটলাইনে ফোন করবেন। কর্তব্যরত চিকিৎসক ফোনে ঐ ব্যক্তির ইতিহাস নিয়ে তার জন্য প্রযোজ্য ব্যবস্থা গ্রহণে উপদেশ দেবেন।
সংবাদ সম্মেলনে প্রফেসর ফ্লোরা সকল হাসপাতালে সংক্রমণ প্রতিরোধের জন্য গঠিত কমিটি আরো সক্রিয় করার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি জনগণকে ব্যক্তিগত সুরক্ষার জন্য পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান ।
কোয়ান্টাইনকৃরা সম্পর্কে তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১যাত্রীরা সুস্থ আছেন।
এসময় তিনি জানান, যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরার দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখ ঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে।
তিনি জানান, এ পর্যন্ত চীন থেকে দেশে ফিরেছেন ৮৪৮৪ জন। এদের মধ্যে সন্দেহজনক রোগী কাউকে পায়নি। আইইডিসিআর এর হটলাইন নম্বরে কল এসেছে ১৩২০ টি। মোট ৫৩ জন করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করেছে।
প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুন ঃ ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয়
* ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না * ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন * কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন *মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন * অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন * জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা