সিনিয়র স্টাফ রিপোর্টার : মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাংবাদিক নির্যাতন ও ভ্রাম্যমান আদালতের শাস্তি প্রদানের নামে নির্যাতন ও সাজা প্রদানের ঘটনায় তীব্র, নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (১৬ মার্চ) সংগঠনটি থেকে পাঠানো এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা তীব্র ক্ষোভের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে জেলা প্রশাসন কার্যালয়ে চোখ বেঁধে, বিবস্ত্র করে নির্যাতন চলানো হয়। মাদক বিরোধী অভিযানে আটক দেখিয়ে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ এই আইনবহির্ভূত, অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ঘটনা যে কোন নাগরিকের চরম মানবাধিকার লঙ্ঘন।
তাছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে এইভাবে ক্ষমতা ও আইনের অপব্যবহার করার মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতাকেই শুধু লঙ্ঘিত করা হয়নি, এই ঘটনা প্রশাসনের সুশাসনকেও প্রশ্নবিদ্ধ করেছে একই সাথে ভ্রম্যমান আদালত আইনেরও ( মোবাইল কোর্ট আইন ২০০৯) চরম অবমাননা করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এবং গণমাধ্যমের সাংবাদিকদের কোন রকম হয়রানি, ভয় ভীতি ছাড়া নিরপেক্ষ ভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা