জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে এইচ এম এরশাদকে দাফন করা হবে। আজ জোহরের নামাজের পর সেনা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা শেষে সিএমএইচ-এর হিমঘর রাখা হবে মৃতদেহ।
তিনি আরো জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং আছরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পর দিন মঙ্গলবার সকালে রংপুরে তার জানাজা শেষে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।
NB:This post is copied from kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা