মগবাজারের মধুবাগ মাঠ ও মতিঝিলের এজিবি কলোনীর মোট ৫০০ জন শ্রমজীবী-কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদফতর। বুধবার (১ এপ্রিল) এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বিষয়টি তদারকি করেন সমাজসেবা অধিদফতর সহকারী পরিচালক এ এস এম খালিদ সাইফুল্লাহ, গোলাম আজম এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহকারী পরিচালক তৌহিদুর রহমান।
সমাজসেবা অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ উপপরিচালক মোঃ সাজ্জাদুল ইসলাম জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিদ্যমান। বাংলাদেশ এ দূর্যোগ মোকাবিলায়কাজ করে যাচ্ছে। করোনাকালে সকলকে দেশের দুস্থ, অসহায় এবং কর্মহীন পরিবহন শ্রমিক, রিক্সাওয়ালা ও দিনমজুরদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সচিব মোহাম্মদ জয়নুল বারী’র নির্দেশনায় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এর নেতৃত্বে দুস্থ, অসহায় এবং কর্মহীন পরিবহন শ্রমিক, রিক্সাওয়ালা ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশের করোনা দূর্যোগের উন্নতি হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
প্রতি তিনদিন অন্তর প্রতিটি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তেল, সাবান ও মাস্ক প্রদান করা হচ্ছে। এ কর্মসূচিতে উপস্থিত থাকছেন শহর সমাজসেবা কার্যালয়, ঢাকা-২ এর কর্মকর্তা জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ নূরুল আমীন, লিয়াজো অফিসার ও মোহাম্মদ আছাদুজ্জামান।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা