অনলাইন ডেস্ক
দেশের পাঁচ জেলা ও এক উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহবান জানান শেখ হাসিনা। বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় স্বশরীরে যোগ দেয়ার পাশাপাশি ভার্চুয়ালিও অংশ নিচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার, তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দেশের পাঁচ জেলা রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এবং চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলায় আওয়ামী লীগের জনসভায় ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা। প্রতিটি জনসভায় ছিলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি।
সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকায় সরকার নানামুখি উন্নয়ন করতে পেরেছে। দেশের সব শ্রেনী পেশার মানুষ এর সুবিধা পাচ্ছে। তবে দেশের শান্তি বিনষ্ট করতে বিএনপি-জামাত আবার আগুন সন্ত্রাস শুরু করেছে।
আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচন দেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন, সেটিই তাঁর চাওয়া।
দেশবিরোধী শক্তির অপতৎপরতা রুখে দিতে দেশবাসীর প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা