জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার (৯ নভেম্বর) রাতে ১৭টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও ৫ জন আহত হয়েছে।
এর মধ্যে লালমোহন উপজেলার লর্ডহাডিং ইউনিয়নে ৭টি ও চরফ্যাসনের এওয়াজপুরে ১০টি ঘর রয়েছে। এছাড়া গাছ চাঁপা পড়ে লালমোহনে ৫ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে আশংকামুক্ত রয়েছে।
জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল করে টিন, নগদ ৬ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় আমরা জেলা প্রশাসন থেকে সব ধরণের প্রস্ততি নিয়েছি। ভোলার ৭০৪টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে খিচুড়ি ও শুস্ক খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও মুজিব কিল্লায় লক্ষাধিক গবাদি পশু নিরাপদে রয়েছে।
এদিকে বুলবুলের প্রভাবে ভোররাত থেকে উপকূলীয় জেলা ভোলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ১০টা থেকে ভারি বৃষ্টি ও সেইসাথে ঝড়ো হাওয়া বইছে।
নদী তীরবর্তী বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সকল মাছ ধরার নৌযানকে তীরে অবস্থান করতে দেখা গেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা