কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ৬ জনের লাশ ও ২ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়। পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরও দুটি মরদেহ ট্রলারের পাটাতনের ভেতর পাওয়া যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন, এটি মিয়ানমারের ট্রলার হতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের ওসি (চলতি দায়িত্ব) মো. খাইরুজ্জামান বলেন, লাশগুলো এখন জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ডুবন্ত ট্রলারটিতে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে।।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা