ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের সকালে আসামের বিভিন্ন প্রান্তে পাঁচটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
রোববার সকালে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের একটি দোকানে আইডি বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আসামের ডিজিপি বলেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এরইমধ্যে ডিব্রুগড়ের গুরুদোয়ারার কাছে আরও একটি বিস্ফোরণের খবর মেলে। সেখানেও আইডির বিস্ফোরণ হয়। সোনারি, দুমদুমা ও দুলিয়াজানেও গ্রেনেড বিস্ফোরণ খবর মেলে।
বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার না করলেও ঘটনার পিছনে আলফার (আই) হাত রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।
প্রসঙ্গত, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে গোটা দেশে কড়া নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে গত বেশ কয়েকদিনে।
জঙ্গিদের বহু নাশকতার ছক ভাঙার খবরও উঠে এসেছে ভারতের গোয়েন্দাদের তরফে। তারপরও কিভাবে এমন বিস্ফোরণ ঘটল, তা নিয়ে রয়েছে সন্দেহ। হিন্দুস্তান টাইমস।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা