প্রথমবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া। তাই ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। নিরাপত্তা থেকে খাতিরদারি, কমতি নেই কিছুতেই। এবার জানা গেল ট্রাম্পের নিরাপত্তায় পাঁচ হনুমানকে মোতায়েন করা হচ্ছে।
আজ সোমবার ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার পাশাপাশি ভারত সফরে আসছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জেরাড কুশনার। এ নিয়ে দেশটিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। সব রকম আপদ থেকে ট্রাম্পকে রক্ষা করতে রক্ষীবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি হনুমানও।
এদিকে, আগ্রায় ট্রাম্পের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সর্বক্ষণ নজরদারি চালাবে।
আজ ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে তাজমহল দেখতে আগ্রায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সফরকারীদের জন্য বড় একটি সমস্যা বানরের উৎপাত। তাই বানর ঠেকাতে প্রশিক্ষণপ্রাপ্ত হনুমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী কুশনার ছাড়াও থাকবেন অন্য মার্কিন কর্মকর্তারা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ আহমেদাবাদ পৌঁছাবেন ট্রাম্প। সেখান থেকে আগ্রা হয়ে দিল্লি যাবেন তিনি।
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প এবং মেলানিয়াকে বিশেষ সম্মান জানানো হবে। সেখান থেকে তারা যাবেন মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। এরপর ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা