অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের ঝামেলা থামার কোনো লক্ষণ নেই। চুক্তি সংক্রান্ত বিতর্কের জেরে এবার শ্রীলঙ্কা দল থেকে অবসর গ্রহণ করে ফেলতে পারেন এঞ্জেলো ম্যাথিউজ। কোনো চুক্তি না পেয়ে সরাসরি অবসরের ইচ্ছাপ্রকাশ করলেন ম্যাথিউজ।
বাংলাদেশ সফরের মতো ইংল্যান্ড সফরেও সিরিজ ভিত্তিক চুক্তিতে খেলেছে লঙ্কান ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ডের চাওয়া মতো কেন্দ্রীয় চুক্তির সঙ্গে বনিবনা না হওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে লম্বা সময় ধরে।
শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে আপাতত প্রতি সফরের ভিত্তিতে চুক্তি পাঠানো হচ্ছে ক্রিকেটারদের। ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি করতে চাইছে না লঙ্কান বোর্ড। আপাতত তাই ভারত সিরিজের জন্যই চুক্তি করা হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে।
ইংল্যান্ড সফর শেষ করে মঙ্গলবার দেশে ফিরে শ্রীলঙ্কা দল। এরপর ইন্ডিয়া সিরিজের জন্য ১০ থেকে ১২ জন চুক্তিসই করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
ইংল্যান্ড থেকে ফিরেই এদিন সন্ধ্যায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন অধিনায়ক কুশল পেরেরার নেতৃত্বাধীন দল। দলটি বার্ষিক চুক্তিতে স্বাক্ষর না করেই ইংল্যান্ড সফরে গিয়েছিল কারণ তারা মনে করে আসন্ন ২০২১-২২ মৌসুমের জন্য এসএলসি যে কেন্দ্রী চুক্তি করতে বলেছে সেখানে কোনও স্বচ্ছতা নেই।