অনলাইন ডেস্ক
ভারত কোনদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (দোসোরা ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে প্রতিবাদী কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে দেশের প্রকৃত স্বাধীনতা লাভের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ভারত মেনে নিতে পারেনি। সেই থেকে ভারত নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
মাহমুদুর রহমান বলেন, যারা নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছেন, তাদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই। বিশ্বের যে কোন দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে বলেও দাবি করেন তিনি।
যুব ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামে যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আতাউল্লাহ ইসলামসহ অনেকে।