অনলাইন ডেস্ক
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই তারা ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ তা মানবদেহে প্রয়োগ শুরু করবে।
সরকারি সংস্থা ও সঠিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহায়তা পেলে তামাক পাতার প্রোটিন দিয়ে কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করে প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ উৎপাদন করতে সক্ষম হবে, গত এপ্রিলে কোম্পানিটি এমন ঘোষণা দেওয়ার পর সবাই চমকে যায়।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, নতুন এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমোদন দেওয়ার জন্য তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করেছে। এছাড়া ভ্যাকসিন নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সরকারি সংস্থার সঙ্গেও আলোচনা করছে তারা।
বিশ্বের অসংখ্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের গবেষকরা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় নেমেছেন।
কয়েকটি ভ্যাকসিন অবশ্য ইতোমধ্যে মানবদেহে প্রয়োগ করাও হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন হাতে পেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা