অনলাইন ডেস্ক
তার হাত ধরেই ২০১৬ সালে দীর্ঘদিনের আক্ষেপ পূরণ করেছিল ব্রাজিল। ৫বার বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে একটি স্বর্ণ পদক নেই লাতিন আমেরিকার পাওয়ার হাউজটির। অবশেষে ২০১৬ সালে রিও অলিম্পিকে খেলতে নেমে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছিল ব্রাজিলিয়ানরা। নেইমারের পা থেকে নেয়া শেষ টাইব্রেকার কিকেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
এবারও টোকিও অলিম্পিকে খেলতে চান নেইমার। স্বর্ণপদক ধরে রাখার প্রত্যয় তার। ব্রাজিলিয়ান অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন নিশ্চিত করেছেন, নেইমারের টোকিও অলিম্পিকে খেলতে চাওয়ার বিষয়টি।
আন্দ্রে জার্দিন বিশ্বাস করেন, যদি নেইমারকে তিনি দলে পেয়ে যান, তাহলে স্বর্ণ ধরে রাখার লক্ষ্যে এটা হবে তার দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণার জায়গা।
আরোও পড়তে পারেন : ইংল্যান্ডের ‘ঘরের শত্রু বিভীষণ’ ইংলিস