ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঢাকঢোল বাজানোর দিন প্রায় শেষের দিকে।নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শরীফুর রহমান।
তার নির্বাচনী প্রতীক ব্যাডমিন্টন র্যাকেট। নির্বাচনী প্রচারণায় শরীফুর রহমানকে দেখা গেছে ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন খেলার মাঠে ব্যাডমিন্টন র্যাকেট খেলে প্রচারণায় অংশ নিতে।
অন্যান্য প্রার্থীরা যেখানে মাইকিং করে শব্দ দুষণের সৃষ্টি করছে, রাস্তা বন্ধ করে মিছিল করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, হৈ-হুল্লোর করে এলাকার বাসিন্দাদের প্রায় অতিষ্ট করে তুলেছেন, সেখানে শরীফুর রহমানের ব্যাডমিন্টন র্যাকেট খেলে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি এলাকাবাসির দৃষ্টি কেড়েছে এবং বেশ প্রশংসিত হয়েছে উত্তরাবাসিদের কাছে।
ভদ্র, বিনয়ী, শিক্ষিত কাউন্সিলর হিসেবে তরুন কাউন্সিলর শরীফুর রহমানের বেশ জনপ্রিয়তা আছে। পারিবারিকভাবেও রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। তার পিতা আলহাজ্ব নওয়াব আলি মাস্টার উত্তরার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব।
উত্তরা তুরাগ থানা আওয়ামী লীগের উপদেষ্টা। বাইলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজউক উত্তরা আইডিয়াল হাইস্কুল ও খাজা মঈন উদ্দীন চিশতী (রা.) মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।
মোহাম্মদ শরীফুর রহমান পারিবারিক ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি উত্তরা এসোসিয়েশন (উত্তরার সকল সেক্টর কল্যাণ সমিতি নিয়ে গঠিত এসোসিয়েশন) এর যুগ্ম সাধারণ সম্পাদক। কাউন্সিলর ও সমাজ সেবক হিসেবে উত্তরায় স্কুল-কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তিনি।
কমিউনিটি পুলিশের মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। মশক নিধন, উত্তরা বাসিদের নিরাপদে খাকা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ, সুপেয় পানির ব্যবস্থা, সার্বক্ষনিক বিদ্যুৎ গ্যাস নিশ্চিত করাসহ তার নেওয়া বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। উত্তরাবাসিদের কাছে তিনি একজন সফল কাউন্সিলর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন তিনি।
এলাকাবাসি মনে করেন- কাউন্সিলর শরীফুর রহমানের মতো শিক্ষিত, পারিবারিক রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তরুণরা যদি রাজনীতিতে জড়িত হন, তাহলে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির গঠনমূলক অগ্রগতি হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা